Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৬নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদ

                     

   এক নজরেঃ রংপুর কাউনিয়া উপজেলাধীন ০৬নংটেপামধুপুর ইউনিয়ন পরিষদ অত্র জেলার কাউনিয়াউপজেলার একটি ইউনিয়ন পরিষদ ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে তিস্তা নদীর তীর ঘেষে অত্র ইউনিয়ন টি রংপুর জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে । অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, গীর্জা, খেলারমাঠ, সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে ।সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

১। নামঃ০৬নং টেপামধুপুর  ইউনিয়নপরিষদ

২। নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ মোঃ শফিকুল ইসলাম শফি 

৩। আয়তনঃ  ১১.১৭ বঃ কিঃমিঃ

৪। লোকসংখ্যাঃ ৪৪১২২  জন

৫। গ্রামের সংখ্যাঃ  ১৩টি।

৬। মৌজার সংখ্যাঃ ৯টি

৭। হাট-বাজারঃ ৩টি

৮। উপজেলা থেকে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থাঃউপজেলা হইতে০৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত । রিক্সা, অটোরিক্সা, সিএনজি এবং অটোবাইকের মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়। ভারা- অটো=১০/- টাকা।

৯। শিক্ষার হারঃ ৬০ভাগ (প্রায়ঃ)

১০। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২২টি

১২। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ০৪টি

১৩। কলেজঃ ১টি,

১৪। মাদ্রাসার সংখ্যাঃ ৩টি

১৫। কিন্ডার গার্টেনের সংখ্যাঃ ০১

১৬। ইউনিয়ন পরিষদের জনবলঃ

নির্বাচিত চেয়ারম্যানঃ ০১জন।

ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১জন।

নির্বাচিত সদস্য(পুরুষ)- ০৯জন।

নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য(মহিলা)- ০৩জন।

ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৬জন।

গ্রাম আদালত- ০১ জন

ইউ ডি সি -১ জন।