স্থানীয় সহয়তায় উপানুষ্ঠনিক শিক্ষা স্থায়ীকরন প্রকল্পের অগ্রগতি ও শিখন বিনিময় কর্মশালায়, প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আমাদের প্রানপ্রিয় রংপুর জেলার ডিগিটাল গড়ার অগ্রদূত্,জেলা প্রশাসক মহোদয়, ও Additional Deputy Commissioner (Education & ICT) মহোদয়, রংপুর সদর,কাউনিয়া উপজেলার ইউ এন ও মহোদ্, ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি,আর ডি আর এস বাংলাদেশ প্রতিনিধি, ও অন্যান্য অতিথি বৃন্দ।
Additional Deputy Commissioner (Education & ICT) মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন ,আমরা যে যার অবস্থান থেকে এই দেশটাকে ভালোবেসে যদি আমাদের কাজ গুলো সঠিক এবং ভালোভাবে করি তবেই এই দেশ অতি তারাতারি এগিয়ে যাবে ।এই আহবান সকলকে তিনি করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস