উপজেলা হইতে এই রাস্তাটি ইউনিয়নের মধ্য দিয়ে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে প্রবেশ করেছে ।
তিস্তা নদীর তীরঘেসে গড়ে উঠা টেপামধুপুর। অত্রাঞ্চলে অনেক আগে প্রচুর পরিমানে জঙ্গল ছিল। এখানে বিভিন্ন এলাকা থেকে মধু সংগ্রহের জন্য গোয়ালী আসত। শুরুতে এটি মধুপুর নামে পরিচিত হলেও এলাকার প্রভাবশালী জমিদার টেপা এর নামানুসারে টেপামধুপুর নামকরণ করা হয়। এই এলাকা নিয়ে অনেক ইতিহাস রয়েছে।